১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া ভাইভার নতুন সময় ঘোষণা করা হয়েছে । এ মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । বৃ...
১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া ভাইভার নতুন সময় ঘোষণা করা হয়েছে । এ মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । বৃহস্পতিবার( ১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের( এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন সাক্ষরিত নতুন সূচিপত্র প্রকাশ করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত তারিখ প্রার্থীদের টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে । এসএমএস পাওয়ার পর পরীক্ষার্থীদের আগের ডাউনলোড করা প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত সব সার্টিফিকেট, মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে । এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় উপস্থিত হতে হবে ।
জানতে চাইলে যুগ্মসচিব এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, দেশে চলমান বিধিনিষেধ থাকার কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল । সরকার বিধিনিষেধ তুলে নেয়ায় নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে । সবকিছু স্বাভাবিক থাকলে নির্ধারিত তারিখগুলোতেই মৌখিক পরীক্ষা নেয়া হবে ।
নতুন নির্ধারিত তারিখ গত ৪ এপ্রিলের পরীক্ষা নেয়া হবে ২৪ আগস্ট । ৫ এপ্রিলের পরীক্ষা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের মৌখিক পরীক্ষা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের পরীক্ষা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের পরীক্ষা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের পরীক্ষা ৩১ আগস্ট এবং ১২ এপ্রিলের পরীক্ষা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে । এর আগে করোনার ঊর্ধ্বগামী সংক্রমণের কারণে সরকার লকডাউন ঘোষণা করলে গত ৩ এপ্রিল ১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় ।
No comments